চাঁদপুর সংবাদদাতা : চাঁদপুর শহরের কয়লাঘাট এলাকায় বিএনপির কর্মীদের হামলায় ১২ যুবলীগকর্মী আহত হয়েছেন। হামলার এ ঘটনা বুধবার রাত ৮টার দিকে ঘটে।

আহতদের মধ্যে, সবুজ মিয়া (২৩), রফিকুল ইসলাম (২৬), আল-আমিন (২৪), আলম মাঝি (২৫), মো. ইব্রাহীম (২২), বাদল (২৫), রাজু ছৈয়াল (২২) ও রাজু পাটওয়ারি (২৪) চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি টহল জোরদার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শেখ হাসিনা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ায় চাঁদপুর শহরে বুধবার বিকেলে আনন্দ মিছিল করে জেলা যুবলীগ। মিছিল শেষে নেতাকর্মীরা বাড়ি ফেরার পথে চাঁদপুর-পুরান বাজারের খেয়া কয়লাঘাট এলাকায় পৌঁছলে বিএনপি কর্মীরা তাদের উপর হামলা চালায়। এতে ১২ যুবলীগকর্মী আহত হন।

(দ্য রিপোর্ট/এমবি/এমএইচও/জানুয়ারি ১৫, ২০১৪)