বগুড়ার গাবতলীতে বৃহস্পতিবার হরতাল
বগুড়া সংবাদদাতা : ভোটগ্রহণ প্রতিহত করতে বগুড়ার গাবতলী উপজেলায় (বগুড়া-৭) বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় ১৮ দল। গাবতলী থানা বিএনপির সাধারণ সম্পাদক মোর্শেদ মিল্টন বুধবার দুপুরে এ ঘোষণা দেন।
মিল্টন জানান, ৫ জানুয়ারির নির্বাচনে সংসদীয় আসন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) গাবতলী উপজেলার ৪৬ কেন্দ্রে ভোট গ্রহণ প্রতিহত করতে ও গঠিত নতুন সরকার বাতিলের দাবিতে উপজেলায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে স্থানীয় ১৮ দল।
জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম হেলাল বলেন, এ নির্বাচন জনসাধারণ মানে না। সে কারণে ভোট গ্রহণ প্রতিহত করতে জনসাধারণ বৃহস্পতিবার উপজেলায় স্বতঃস্ফূর্ত হরতাল পালন করবে।
(দ্য রিপোর্ট/এএইচ/এমএইচও/ এমডি/জানুয়ারি ১৫, ২০১৪)