পঞ্চগড়ে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার
পঞ্চগড় সংবাদদাতা : পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের যুগীকাটা গ্রামে বুধবার রাতে অজ্ঞাত এক যুবকের (২৬) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ইসলাম ও আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেন্দ্রনাথ সরকার দ্য রিপোর্টকে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, নিহত যুবকের মুখ ও শরীরে লাঠির বেশ কয়েকটি আঘাত রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার ধামোর ইউনিয়নের যুগীকাটা গ্রামের রাস্তার পাশে অজ্ঞাত যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় তারা। খবর পেয়ে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল ইসলাম ও আটোয়ারী থানার পুলিশ ঘটনাস্থল থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করে।
(দ্য রিপোর্ট/এসআর/এস/এমএইচও/ এমডি/জানুয়ারি ১৫, ২০১৪)