দিল্লিতে বিদেশি নারীর ধর্ষকেরা আটক
দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের রাজধানী নয়দিল্লির প্রাণকেন্দ্র কনাট প্লেসে (সিপি) ৫১ বছর বয়সী ডেনমার্কের নারীকে গণধর্ষণের অভিযোগে ৪ ব্যক্তিকে আটক করেছে অরবিন্দ কেজরিওয়াল সরকারের দিল্লি পুলিশ।
দিল্লি পুলি্শের সূত্র বলছে, ঘটনায় সম্পৃক্ত অপর ৪ জনকে সনাক্ত করা হয়েছে। অতি দ্রুত তাদের আটক করা হবে।
এদিকে ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রীর বিশেষ মুখপাত্র অলি ইবার্গ মাইকেলসন দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করে আসামীদের অতি দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে।
এ ছাড়া তিনি বলেন, আমরা আমাদের নাগরিকদের ভারতে ভ্রমণের ব্যাপারে সতর্ক করেছি। যৌন অপরাধের জন্য ভারত একটি ঝুঁকিপূর্ণ রাষ্ট্র।
উল্লেখ্য, ভারতের রাজধানী নয়াদিল্লির প্রাণকেন্দ্র কনাট প্লেসে (সিপি) ৫১ বছর বয়সী ডেনমার্কের নারীকে ৮ দুর্বৃত্ত ধর্ষণ করে। মঙ্গলবার বিকেলে নিজ হোটেলে ফেরার রাস্তা ভুলে গেলে যৌন সহিংসতার শিকার হোন বিদেশি ওই নারী। এ সময় তার সঙ্গে থাকা আইপড, ব্যাগ ও বেশকিছু টাকা ছিনিয়ে নেয় তারা।
(দ্য রিপোর্ট/এমএইচও/ এমডি/জানুয়ারি ১৬, ২০১৪)