নড়াইল সংবাদদাতা : নড়াইলের আগদিয়ায় পাটের গুদামে আগুনে এক হাজার মণ পাট পুড়ে গেছে। এতে ১৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে আগদিয়া চৌরাস্তায় কুমারেশ মল্লিকের পাটের গুদামে আগুন দেখে প্রতিবেশীরা এগিয়ে আসেন। এ সময় নড়াইল ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পাশাপাশি স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালান। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পাটের গুদামের মালিক কুমারেশ মল্লিক জানান, গুদামের পাট বিক্রি করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ডেলিভারি দেওয়ার দিন ছিল। আগুনের ঘটনাটি নাশকতা বলে তিনি দাবি করছেন।

স্থানীয় বিছালী ক্যাম্পের ইনচার্জ এসআই মিজান জানান, পাটের গুদামে আগুনের বিষয়টি বিদ্যুতের শর্টসার্কিট থেকে নাকি নাশকতা তা তদন্ত করে দেখা হবে।

নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ শাহাজুর রহমান জানান, ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নেভানো সম্ভব হয়েছে।

(দ্য রিপোর্ট/এএস/এএস/শাহ/জানুয়ারি ১৬, ২০১৪)