সেলিম আল দীন স্মরণোৎসবের শেষ দিনে চিত্রাঙ্গদা
দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘ঐতিহ্যের ধারায় রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ থেকে সেলিম আল দীন, বাঙলা নাট্য কভু নয় দীনহীন’ স্লোগানে স্বপ্নদল আয়োজিত ‘নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব-২০১৪’ এর শেষ দিন বৃহস্পতিবার মঞ্চস্থ হবে ‘চিত্রাঙ্গদা’। সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে রবীন্দ্রনাথ ঠাকুরের এ নাটকটি।
নাটকটির নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। রবীন্দ্রনাথ ১৮৯২ সালে ৩১ বছর বয়সে রচনা করেন কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’। মহাভারতের চিত্রাঙ্গদা উপাখ্যান অবলম্বনে কিছু রূপান্তরসহ আধুনিক সময়ে মানুষের অন্তর্দ্বন্দ্বের প্রতীকরূপ ফুটে উঠেছে এ নাটকে।
রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যনাটক ‘চিত্রাঙ্গদা’ রচনার প্রায় ৪৪ বছর পর ১৯৩৬ সালে ৭৫ বছর বয়সে রচনা করেন নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’।
জাহিদ রিপন নাটকটির ব্যাপারে দ্য রিপোর্টকে বলেন, ‘সুপরিচিত চিত্রাঙ্গদা নৃত্যনাট্যটি দেশে-বিদেশে অসংখ্যবার মঞ্চায়িত হলেও রচনার ১১৯ বছর পর ২০১১ সালে স্বপ্নদলের প্রযোজনায়ই আধুনিক মঞ্চে কাব্যনাট্য চিত্রাঙ্গদার নিয়মিত মঞ্চায়ন সূচিত হয়। একই সঙ্গে প্রযোজনাটি ইতিহাসের অংশ হয়ে ওঠে। ইতোমধ্যে এর ২৭টি মঞ্চায়ন সম্পন্ন হয়েছে।’
এতে অভিনয় করবেন- সুকন্যা আমীর, ফারজানা রহমান মিতা, মোস্তাফিজুর রহমান, হাসান রেজাউল, শিশির সিকদার, সামাদ ভূঞা, মাধুরী বেপারি সুমি, এনামুল হক শাহীন, সাইফুন নেসা জেবু, রেজাউল মাওলা নাবলু, শারীফা রিমু, আলী হাসান, বিমল দাশ, সাইদ মাহবুব প্রমুখ।
(দ্য রিপোট/এমএ/এমসি/শাহ/জানুয়ারি ১৬, ২০১৪)