দ্য রিপোর্ট প্রতিবেদক : এ সময়ের আলোচিত নির্মাতা রেদওয়ান রনি। নাটক নির্মাণ করলেও ‘চোরাবালি’ দিয়ে চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিষেক হয়েছে তার। বৃহস্পতিবার রাত ৮টা ১৫ মিনিটে এনটিভিতে প্রচার হবে তার পরিচালনায় নাটক ‘পরিবার করি কল্পনা’। দ্য রিপোর্টের সঙ্গে আলাপচারিতায় বললেন বর্তমান ব্যস্ততার কথা।

দ্য রিপোর্ট : কী করছেন?

রেদওয়ান রনি : গাজীপুরে আছি। একটি বহুজাতিক প্রতিষ্ঠানের ১ ঘণ্টার অডিও ভিজ্যুয়াল নির্মাণ করছি। অনেকটা প্রামাণ্যচিত্রের মতো। নাটকের পাশাপাশি দুই-একটা অন্য ধরনের কাজও করি।

দ্য রিপোর্ট : আপনার পরিচালিত নাটকের সাড়া পাচ্ছেন কেমন?

রেদওয়ান রনি : আমার তো দুটি নাটক চলছে। একটি এনটিভিতে ‘পরিবার করি কল্পনা’। আরেকটি দেশটিভিতে ‘রেডিও চকলেট’। খুব ভালো রেসপন্স। তবে রেডিও চকলেট আর বেশিদিন চালাব না। এক মাস শুটিং করলেই শেষ হয়ে যাবে। তারপর নতুন কোন ধারাবাহিকে হাত দিচ্ছি না।

দ্য রিপোর্ট : কেন? নাটক কি আর করবেন না?

রেদওয়ান রনি : আর নাটক করতে চাইছি না। চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করছি। অবশ্য প্ল্যান আগেই করেছিলাম। কিন্তু দেশের পরিস্থিতি স্বাভাবিক না হলে কিছু করা যাচ্ছিল না। এখন হয়ত ধীরে ধীরে সব শান্ত হবে।

দ্য রিপোর্ট : কী ধরনের চলচ্চিত্র?

রেদওয়ান রনি : এবার প্রেমের সিনেমা বানাব। পাণ্ডুলিপি রচনা করব। তারপর নির্মাণে হাত দেব।

দ্য রিপোর্ট : দর্শক এখন চলচ্চিত্র নিয়ে আগ্রহী, তাদের হলমুখী করতে কী প্রয়োজন?

রেদওয়ান রনি : শুধু ভালো চলচ্চিত্র নির্মাণ করলেই হবে না। সিনেমা হলের পরিবেশও ভালো করতে হবে। না হয় দর্শক আসবে না। একজন মহিলা দর্শক চায় চলচ্চিত্র দেখতে। কিন্তু হলের পরিবেশ খারাপ হওয়ার কারণে সে আসছে না। তার মতো অনেক দর্শককে আমরা হারাচ্ছি। দর্শকদের হলমুখী করতে সবকিছুই ভালো হতে হবে।

(দ্য রিপোর্ট/আইএফ/এমসি/শাহ/জানুয়ারি ১৬, ২০১৪)