ডিএসইর নির্বাচন
প্রথম দিনে মনোনয়নপত্র নেননি কেউ
দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের প্রথমদিন বৃহস্পতিবার কোনো প্রার্থী মনোনয়পত্র নেননি। এদিন সকাল ১০টায় মনোনয়নপত্র বিতরণ শুরু হলেও দিনশেষে কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেননি বলে ডিএসই সূত্রে জানা গেছে।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ২২ জানুয়ারি।
ব্যবস্থাপনা ও মালিকানা পৃথকীকরণ (ডিমিউচ্যুয়ালাইজেশন) পরবর্তী নতুন পর্ষদে চারজন শেয়ারহোল্ডার পরিচালক বাছাইয়ের লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নির্বাচন অনুষ্ঠিত হবে। আগ্রহীরা বৃহস্পতিবার থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।
ডিএসই কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে জানা গেছে, মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা ২২ জানুয়ারি পর্যন্ত রাখা হয়েছে, তাই সদস্যরা আস্তে ধীরেই তা সংগ্রহ করবেন। আর নির্ধারিত সময়ের মধ্যে তা জমা দেবেন।
জানা গেছে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৩০ জানুয়ারি। এ দিন যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
নির্বাচনসংক্রান্ত যে কোনো অভিযোগ দাখিলের শেষ সময় আগামী ১৯ জানুয়ারি। অভিযোগের শুনানি অনুষ্ঠিত হবে আগামী ২০ জানুয়ারি।
এর আগে গত ৭ জানুয়ারি ডিএসইর বোর্ড সভায় ১২ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। একইসঙ্গে ডিএসইর বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ আগামী ১৩ ফেব্রুয়ারি নির্ধারণ করেছে ডিএসই কর্তৃপক্ষ।
এ নির্বাচনে ৪ জন শেয়ারহোল্ডার পরিচালক নিয়োগ পাবেন।
‘ডিএসই শেয়ারহোল্ডার ডিরেক্টর ইলেকশন রেগুলেশন-২০১৪’ এর অধীনে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ডিমিউচ্যুয়ালাইজেশন পরবর্তী ডিএসই পর্ষদে ১৩ জন পরিচালক থাকবেন। নির্বাচনের মাধ্যমে ৪ জন শেয়ারহোল্ডার পরিচালক, মনোনয়নের মাধ্যমে ৭ জন স্বতন্ত্র পরিচালক, একজন স্ট্রাটেজিক ইনভেস্টর পরিচালক এবং স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তাকে নিয়ে পর্ষদ গঠিত হবে।
তবে স্ট্র্যাটেজিক ইনভেস্টর ডিরেক্টর (কৌশলগত বিনিয়োগকারী পরিচালক) না পাওয়ায় এ পদটি খালি থাকবে বলে জানা গেছে।
(দ্য রিপোর্ট/এনটি/ডব্লিউএন/শাহ/জানুয়ারি ১৬, ২০১৪)