সুনামগঞ্জে পরিবহন ধর্মঘট চলছে

সুনামগঞ্জ সংবাদদাতা : অটোরিক্সা ও ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে সুনামগঞ্জের পরিবহন সংগঠন অটোরিক্সা-ইজিবাইক শ্রমিক সংগঠনের ডাকা সকাল-সন্ধ্যা ধর্মঘট চলছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় মিছিল সমাবেশ করেছে সংগঠনের নেতাকর্মীরা।
জেলা প্রশাসনের আদেশে সোমবার বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের কয়েকটি এলাকায় অটোরিক্সা-ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা জারি করে মাইকিং করে জেলা তথ্য অফিস। এর প্রতিবাদে তাৎক্ষণিক সভা করে সংগঠনের সভাপতি সুহেল আহমদ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা ধর্মঘটের ডাক দেন।
(দ্য রিপোর্ট/আরএইচ/এএস/এএল/জানুয়ারি ১৬, ২০১৪)
রাজু আহমেদ রমজান
সুনামগঞ্জ
তারিখ: ১৬.০১.১৪ইং
মোবাইল:০১৭৩৩-১৫৪৯৬৯