দ্য রিপোর্ট ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ পারওয়ানে মঙ্গলবার রাতে মার্কিন বিমান হামলায় ৭ শিশুসহ ৮ জন নিহত হয়েছে। দেশটির প্রেসিডেন্ট প্রাসাদের এক বিবৃতিতে বুধবার এ তথ্য জানানো হয়। খবর সিনহুয়ার।

বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই পারওয়ান প্রদেশের শিয়া গার্দ জেলায় মার্কিন সেনাদের বিমান হামলায় ৭ শিশু ও ১ নারী নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।

এতে আরও বলা হয়, একই জেলার শাহ দারাহ-ই-ওয়াজগার এলাকায় চালানো অপর একটি হামলায় এক বেসামরিক আফগান নাগরিক আহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়, আফগান সরকার বেশ কয়েক বছর ধরেই আফগানিস্তানের গ্রাম ও শহরে মার্কিন সামরিক অভিযান বন্ধের দাবি জানিয়ে আসছে। এতে বিভিন্ন চুক্তি ও সমাঝোতার কথা উল্লেখ করে বলা হয়, বারাক ওবামার দেওয়া প্রতিশ্রুতি সত্বেও মার্কিন বাহিনী আবারও দেশটির আবাসিক এলাকায় বিমান হামলা চালিয়েছে।

(দ্য রিপোর্ট/এআইএম/জেএম/এএল/জানুয়ারি ১৬, ২০১৪)