দ্য রিপোর্ট ডেস্ক : আসন্ন নির্বাচনে কংগ্রেসের প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে শুক্রবার ৪৩ বছর বয়সী রাহুল গান্ধীর নাম ঘোষণা হতে যাচ্ছে। বুধবার কংগ্রেসের পক্ষ থেকে এ খবর জানানো হয়। মে মাসে দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খবর ডন নিউজের।

ভারতের রাজনীতিতে নেহেরু-গান্ধী পরিবারের অবস্থান ও ২০০৪ সালে সোনিয়া গান্ধীর নেতৃত্বে কংগ্রসের বিশাল বিজয়ের পরিপ্রেক্ষিতেই রাহুল এ প্রার্থিতা পাচ্ছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

তবে দুই মেয়াদের ক্ষমতায় থাকা মনমোহনের অবসর নেওয়ার পর সামনের নির্বাচনে দলটিকে ভরাডুবির হাত থেকে রাহুলই রক্ষা করতে পারেন বলে মনে করছে দলটির নেতাকর্মীরা।

নতুন প্রার্থিতা ঘোষণার ফলে দলের হাইকমান্ড হিসেবে রাহুলের যোগ্যতা ও ক্ষমতা সম্পর্কে দেশবাসী ধারণা পাবে বলেও মনে করা হচ্ছে।

এর আগে রাহুল জানিয়েছিলেন, ‘আমার পার্টির পক্ষ থেকে ভবিষ্যতে আমার ওপর যে দায়িত্ব দেওয়া হবে আমি তাই নেব এবং তা পালনে আমি সর্বোচ্চ চেষ্টা করব।’

(দ্য রিপোর্ট/এআইএম/এমসি/শাহ/জানুয়ারি ১৬, ২০১৪)