সাতক্ষীরায় সাংবাদিক হত্যা প্রচেষ্টার আসামি গ্রেফতার
সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি সাংবাদিক ইয়ারব হোসেনকে হত্যা প্রচেষ্টা মামলার আসামিকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এ সময় আসামি জামায়াত নেতা মাওলানা আবু জাফরসহ তিন জামায়াতকর্মীকে গ্রেফতার করা হয়।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের জজকোর্টের সামনে থেকে দুপুর ১২টার দিকে জামায়াত নেতা মাওলানা আবু জাফরকে গ্রেফতার করা হয়। এদিকে, রাতে শহরের পুরনো সাতক্ষীরা এলাকা থেকে জামায়াতকর্মী শেখ আব্দুল মোমিন ও কলারোয়া উপজেলার শ্রীনন্দকাটি এলাকা থেকে জামায়াতকর্মী মো. শাহজানকে গ্রেফতার করে যৌথবাহিনী।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(দ্য রিপোর্ট/এমআর/এফএস/এএস/এএল/জানুয়ারি ১৬, ২০১৪)