সুনামগঞ্জে যুবকের মৃতদেহ উদ্ধার
সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জ জেলা শহরের সুরমা নদীতে ভাসমান অবস্থায় দেলোয়ার হোসেন (২২) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। শহরতলীর গোদারগাঁও এলাকায় নদীতে ভাসমান অবস্থায় বৃহস্পতিবার দুপুর ১২টায় মৃতদেহটি উদ্ধার করা হয়।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) মাসুদা বেগম বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দেলোয়ার হোসেন জেলা সদরের সুরমা ইউনিয়নের রহমতপুর গ্রামের লাকিবুর রহমানের একমাত্র ছেলে।
(দ্য রিপোর্ট/আরএ/এফএস/এএস/এএল/জানুয়ারি ১৬, ২০১৪)