দ্য রিপোর্ট প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ নেই বলে জানিয়েছে বস্ত্র খাতের দুলামিয়া কটন কর্তৃপক্ষ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কি কারণে অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ছে তা জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে এর জবাব দিয়েছে দুলামিয়া কটন।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ১০ কার্যদিবসে মূল্য সংশোধনসহ এ শেয়ারের দর বেড়েছে ১.৭ টাকা বা ২২ শতাংশ।

২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া প্রথম প্রান্তিকে (জুলাই’১৩-সেপ্টেম্বর’১৩) এ কোম্পানির কর পরবর্তী লোকসান ৭৪ লাখ ১০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি লোকসান ০.৯৮ টাকা।

(দ্য রিপোর্ট/ডব্লিউএন/এএল/জানুয়ারি ১৬, ২০১৪)