২৮ জানুয়ারি শুরু আন্তর্জাতিক কলকাতা বইমেলা
কলকাতা প্রতিনিধি, দ্য রিপোর্ট : ৩৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার প্রস্তুতির কাজ শুরু হয়েছে। বইমেলার জন্য মিলনমেলা প্রাঙ্গণ বুধবার হাতে পেল আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড।
গিল্ড কর্তা সুধাংশু দে বলেন, ‘যে সমস্ত প্রকাশক এ বছর মিলনমেলা প্রাঙ্গণে স্টল দিচ্ছেন তাদেরকেও স্টলের ম্যাপ দিয়ে দেওয়া হয়েছে।’
এ বছর প্রায় ৬০০ স্টল মেলায় থাকবে। বাংলাদেশেরও স্টল থাকছে। এ বারের কলকাতা আন্তর্জাতিক বইমেলার থিম পেরু। ইতোমধ্যে গিল্ড কর্মকর্তা সুধাংশু দে’র নেতৃত্বে পাঁচ জনের একটি প্রতিনিধি দল মিলনমেলা প্রাঙ্গণ পরিদর্শন করেছেন।
মেলার শৌচালয় থেকে শুরু করে সব রকম জরুরি পরিশেবাই খতিয়ে দেখেন তারা।
২৮ জানুয়ারি বইমেলার উদ্ভোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দুইদিন আগেই অর্থাৎ ২৬ জানুয়ারির মধ্যে বইমেলা প্রস্তুতির কাজ শেষ করা হবে বলে জানানো হয়েছে গিল্ডের তরফ থেকে।
বইমেলা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
প্রতি বছরই এই আন্তর্জাতিক কলকাতা বইমেলার জন্য অপেক্ষা করে থাকেন সারাবিশ্বের মানুষ। আর বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে বইমেলাও অন্যতম পার্বণ।
(দ্য রিপোর্ট/এসএম/এমসি/এএল/জানুয়ারি ১৬, ২০১৪)