বরিশালে নিষিদ্ধ গাইড বই আটক
বরিশাল সংবাদদাতা : বরিশালে ঢাকা থেকে আসা লঞ্চে অভিযান চালিয়ে ৫ লাখ টাকার নিষিদ্ধ গাইড বই উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল ১১টায় বইগুলো উদ্ধার করা হয়।
আদলতের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান জানান, বইগুলো নগরীর ইসলামিয়া ও রহমানিয়া লাইব্রেরির।
গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে বরিশালে আসা পারাবত ১১ লঞ্চে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান ও মো. শফিউল্লাহ। এ সময় তারা অন্যান্য বইয়ের সঙ্গে দ্বিতীয় শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ৫০ বস্তা নিষিদ্ধ গাইড বই আটক করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান দ্য রিপোর্টকে জানান, আটক বইগুলো ধ্বংস করা হবে। তবে এ ব্যাপারে কেউ আটক হয়নি।
(দ্য রিপোর্ট/বিএস/এফএস/এএস/এএল/জানুয়ারি ১৬, ২০১৪)