প্রাকৃতিক দুর্যোগে ২০১৩ সালে যুক্তরাষ্ট্রের ক্ষতি ৭ বিলিয়ন ডলার
দ্য রিপোর্ট ডেস্ক : ২০১৩ সালে যুক্তরাষ্ট্রে বড় ধরনের বেশ কয়েকটি প্রাকৃতিক দুর্যোগ আঘাত হেনেছে। আর এসব দুর্যোগে দেশটির ক্ষতি হয়েছে ৭ বিলিয়ন ডলার। বুধবার দেশটির সরকারের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। খবর এনডিটিভির।
যুক্তরাষ্টের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ার অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) জানায়, ওই প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে রয়েছে ৫টি মারাত্মক আবহাওয়া বিপর্যয়, একটি ভয়াবহ বন্যা ও পশ্চিমাঞ্চলের খরা।
এতে বলা হয়, সর্বোপরি এসব দুর্যোগে ১০৯ জন লোক মারা গেছে এবং প্রায় ৭ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি সাধিত হয়েছে।
(দ্য রিপোর্ট/এআইএম/জানুয়ারি ১৬, ২০১৪)