সুনামগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত এক
সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার পল্লীতে দুই গ্রামবাসীর সংঘর্ষে চান বানু (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। চান বানু সুজাতপুর গ্রামের সুহেল মিয়ার স্ত্রী। তাদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার ফেনারবাক ইউনিয়নের সুজাতপুর ও বতিয়ারপুর গ্রামের দুপক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান দ্য রিপোর্টকে জানান, সুজাতপুর গ্রামের আব্দুল হক ও পাশের বতিয়ারপুর গ্রামের মকবুল হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে স্থানীয় সেলিমগঞ্জ বাজারে দুপক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সকাল ৯টার দিকে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দেশীয় অস্ত্রের (সুলফি) আঘাতে চান বানু মারা যান
তিনি আরো জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও ওসি জানান।
(দ্য রিপোর্ট/আরএইচ/এএস/জানুয়ারি ১৬, ২০১৪)