দ্য রিপোর্ট প্রতিবেদক : হেফাজতের মামলায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আওয়াল মিন্টুর জামিন মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন এ আদেশ দেন।

মতিঝিল থানায় করা মামলার সুষ্ঠ তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তা রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক তার জামিন আবেদন করেন। আদালত উভয়পক্ষের শুনানি শেষে ১০ হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করেন।

শুনানিতে ব্যারিস্টার রফিকুল হক বলেন, ১১ মে ২০১৩ যে মামলা করা হয়েছিল তখন আবদুল আওয়াল মিন্টু দেশের বাহিরে ছিলেন। এ সময় ব্যারিস্টার রফিকুল হক আদালতের কাছে আবদুল আওয়ালের পাসপোর্ট দেখালে তার জামিন মঞ্জুর করেন।

তবে অন্যান্য মামলা থাকায় তিনি আপাতত জামিনে মুক্তি পাচ্ছেন না।

(দ্য রিপোর্ট/জেএ/এফএস/জেএম/আরকে/জানুয়ারি ১৬, ২০১৪)