দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজনৈতিক সহিংসতায় এক বছরে পরিবহন খাতে প্রায় ৩০ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন পরিবহন মালিকরা।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বৃহস্পতিবার বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি ও বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা এ দাবি করেন।

তাদের হিসাবে হরতাল-অবরোধে যান চলাচল বন্ধ থাকায় প্রতিদিন গড়ে প্রায় ৩০০ কোটি টাকার মতো ক্ষতি হয়। এই হিসাবে এক বছরে তাদের অন্তত ৩০ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।

এই সময়ের মধ্যে গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও বোমাবাজির ঘটনায় অন্তত ৫৫ জন পরিবহন শ্রমিক নিহত হয়েছেন বলে জানিয়েছে তারা।

সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লা লিখিত বক্তব্যে বলেন, ‘২০১২ সালের অক্টোবর থেকে ২০১৩ সালের অক্টোবর পর্যন্ত রাজনৈতিক সহিংসতায় অন্তত সাড়ে তিন হাজার গাড়ি ভাংচুর করা হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে এক হাজার বাস, মিনিবাস, কাভার্ড ভ্যান ও ট্রাক। এতে পরিবহন মালিকদের আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ১৩০ কোটি টাকা।

এ সব পরিসংখ্যানের উৎসের বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি সংগঠন দুটির নেতারা।

সড়ক পরিবহন সমিতির মহাসচিব জানান, পরিবহন খাতের ক্ষয়ক্ষতি বিবেচনায় নিয়ে যে সব মালিক ২০১২ সালের অক্টোবর থেকে ঋণ খেলাপি হয়েছেন তাদের সুদ মওকুফ এবং ব্যাংক হিসাব পুনঃতফসিলিকরণের জন্য বাংলদেশ ব্যাংকের গভর্নরের কাছে আবেদন করা হয়েছে।

বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সোহেল তালুকদার ও হাসান ইমামসহ অন্য নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/আরএমএম/এমসি/ আরকে/জানুয়ারি ১৬, ২০১৪)