চার বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
দিনাজপুর সংবাদদাতা : দিনাজপুর হিলি সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক চার বাংলাদেশিকে ফেরত দিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার সময় হিলি শূন্যরেখা দিয়ে বিএসএফ সদস্যরা বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সদস্যদের কাছে চার বাংলাদেশিকে হস্তান্তর করে।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন পাবনা জেলার চাটমোহর থানা এলাকার মিলন হালদারের স্ত্রী ললিতা রানী (৪০), তার ছেলে সাগর (৪), একই এলাকার মদনের স্ত্রী ঊর্মিলা ও সুকুমার চন্দ্রের স্ত্রী টুম্পা রানী।
বুধবার সকালে তারা হিলি সীমান্ত এলাকা দিয়ে ভারতের বালুরঘাট যাওয়ার পথে বিএসএফ সদস্যরা তাদের আটক করে। বৃহস্পতিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিজিবি তাদের পরিবারের কাছে হস্তান্তর করে।
(দ্য রিপোর্ট/এমআই/এএস/আরকে/জানুয়ারি ১৬, ২০১৪)