ধুম-থ্রির বিজয়
দ্য রিপোর্ট ডেস্ক : ‘ধুম-থ্রি’র সাফল্যে আন্দোলিত সমগ্র বলিউডবাসী। আর সবার মতো আনন্দিত এই সিনেমার ডিরেক্টর বিজয় কৃষ্ণ আচার্যও। গেল বছরের ২০ ডিসেম্বর মুক্তি পাওয়া ১৫০ কোটি রুপি বাজেটের এই চলচ্চিত্র এরইমধ্যে আয় করেছে ৫৫০ কোটি রুপি। ‘ধুম-থ্রি’র এই সাফল্য বদলে দিয়েছে বলিউডের সর্বকালের সর্ব্বোচ্চ আয়ের ইতিহাস। তবে অনেকেই যে বিষয়টি জানেন না তা হল, পরিচালক এই চলচ্চিত্রে তার প্রথম চলচ্চিত্রের টিমকেই ব্যাবহার করেছেন।
বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘তাশান’। ২০০৮ সালে মুক্তি পাওয়া এই ছবিতে অভিনয় করেন সাইফ আলী খান ও কারিনা কাপুর খান। এই চলচ্চিত্রের সেট থেকেই সাইফ-কারিনার ঘনিষ্ঠতা বাড়তে থাকে। পরবর্তীতে যা বিয়েতে রূপ নেয়।
ডিএনএ ইন্ডয়ার মতে, ‘যশরাজ ফিল্মস’ এর ঘনিষ্ঠ একটি সুত্র জানায়- ‘আদিত্য চোপড়া সবসময়ই বিশ্বাস করেন যে, বিজয় একজন মেধাবী নির্মাতা। তাশান ছিল তার করা অসাধারণ একটি কাজ। ছবিটির সঙ্গীত এবং কাস্টিং- অক্ষয় কুমার, সাইফ আলী খান, কারিনা কাপুর খান ও অনিল কাপুর বিমুগ্ধ করার মতো। তবে, আজকের দিনে তাশান মুক্তি পেলে ছয় বছর আগের বাণিজ্যিক সফলতার চিত্রটি আরও ভয়াবহ হতো।’
এ ব্যাপারে বিজয় কৃষ্ণ আচার্য বলেন, ‘আদিত্য এবং স্পোকেন আমাকে তাশানের পরিচালক বানিয়েছে। আমি গর্বিত যে তাশান থেকে ধুম-থ্রিতে আসতে পেরেছি।’
তিনি আরও জানান, আমি আপাতত ছুটিতে আছি। মনটা বেশ ঝরঝরে। এভাবেই থাকব আরও কয়েকদিন।’ বিজয় কৃষ্ণ আচার্য এই মুহূর্তে বলিউডের সেরা পরিচালকদের একজন। তার এই ভিত্তি গড়ে দিয়েছে ধুম-থ্রি। কেউ কেউ আবার তার প্রথম পরিচালিত চলচ্চিত্র তাশানকে মূল্যায়ন করতে চান। অবশ্য আজকের এই অবস্থান গড়ে তুলতে তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। তিনি বেশকিছু শর্টকোর্স করেন চলচ্চিত্রের ওপরে।
(দ্য রিপোর্ট/এআর/আরকে/জানুয়ারি ১৬, ২০১৪)