দ্য রিপোর্ট ডেস্ক : একসঙ্গে থাকতে শুরু করেছেন নাঈম ও ইশানা। কিন্তু এটা মেনে নিতে পারে না নাঈমের স্ত্রী। শুরু হয় দ্বন্দ্ব। এ সব ঘটনা ঘটেছে শাইলী আহমেদের রচনা ও তপু আহমেদের পরিচালনায় ‘সোনালী জোনাকীর আলো’ নাটেকে।

নাটকের কাহিনীতে দেখা যাবে, তানভীর ও সোনালীর সুখের সংসারে তিন মাস বয়সী একমাত্র সন্তান জোনাকী। হঠাৎ করেই বিদেশে উচ্চ শিক্ষার স্কলারশীপ পেয়ে যায় সোনালী। বিদেশে যাওয়ার জন্য অস্থির হয়ে ওঠে সে। কিন্তু ছোট্ট শিশুকে ফেলে এতো লম্বা সময়ের জন্য সোনালীকে বিদেশ যেতে বারণ করে তানভীর। তবে শেষ পর্যন্ত সোনালীকে আটকে রাখা যায় না। কোলের শিশুকে ফেলে রেখে বিদেশে পাড়ি দেয় সে।

এদিকে, ছোট্ট জোনাকীর দেখাশোনা করা বেশ কঠিন হয়ে পড়ে তানভীরের জন্য। এর মধ্যে বাসায় এসে হাজির হয় তার মামা এবং মামাতো বোন আলো। নিজের সন্তানের মতো জোনাকীকে আদর-যত্ন করে আলো। এক সময় আলোকে বিয়ে করে নতুন জীবন শুরু করে তানভীর। হঠাৎ একদিন বিদেশ থেকে ফিরে আসে সোনালী। শুরু হয় আরেক জটিলতা-এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘সোনালী জোনাকীর আলো’।

নাঈম, ইশানা ছাড়াও এতে অভিনয় করেছেন তমাল, শাইলী, মনি আজিজ, শিশু শিল্পী সাইবা ও রুসাফীসহ আরও অনেকে। শুক্রবার সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটকটি।

(দ্য রিপোর্ট/আইএফ/এমসি/আরকে/জানুয়ারি ১৬, ২০১৪)