সুচিত্রাকে মিউজিক থেরাপি
কলকাতা প্রতিনিধি, দ্য রিপোর্ট : সুচিত্রা সেনের মন ভালো রাখতে মিউজিক থেরাপির পন্থা নিয়েছে মেডিক্যাল বোর্ড। হাসপাতালের বিছানায় একটানা বিশদিন থাকার ফলে মন ভাল নেই তার।
হাসপাতালের একঘেয়েমি থেকে মুক্তি পেতে বাড়ি ফিরতে চান এই কিংবদন্তি অভিনেত্রী। কলকাতার বেলভিউ নার্সিহোমের চিকিৎসকদের কাছে এই ইচ্ছের কথা প্রকাশ করেছেন তিনি।
আর তাই সুচিত্রা সেনের মন ভালো রাখতে গান শোনানোর ব্যবস্থা করেছে মেডিক্যাল বোর্ড। রোগ-যন্ত্রণা ভুলিয়ে দিতে বুধবার রাতে তার বাড়ি থেকে নার্সিংহোমে আনা হয়েছে মিউজিক সিস্টেম। সেইসঙ্গে সুচিত্রা সেনের প্রিয় মিশনের প্রার্থনা সঙ্গীতের সিডিও এনেছেন মেয়ে মুনমুন সেন।
তিনি ক্রমশ সঙ্কট কাটিয়ে উঠেছেন বলে জানিয়েছেন চিকিৎসক সুব্রত মৈত্র। যদিও এখনও খোলা হয়নি অক্সিজেন মাস্ক।
(দ্য রিপোর্ট/এসএম/এমসি/আরকে/জানুয়ারি ১৬, ২০১৪)