রামগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন
রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা : লক্ষ্মীপুর- ১ (রামগঞ্জ) আসনের জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী সফিকুল ইসলাম ভোট বর্জন করেছেন।
প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট আবু তাহের পাটোওয়ারী বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, ভোট চলাকালে সকাল ১১টার দিকে নোয়াগাঁও ও মাসিমপুর উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্র থেকে জাল ভোট দেওয়ার সময় ১০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আটকেরা হলেন- মো. মনির হোসেন, মো. শরিফুল ইসলাম, নাসির, নীরব, আকিব, রাজু, জবায়েদ হোসেন, আরাফাত ও নিজামসহ ১০ জন।
এজেন্ট আবু তাহের পাটোওয়ারী সাংবাদিকদের বলেন, তরিকত ফেডারেশনের মহাসচিব লায়ন এম এ আওয়ালের লোকজন ২১টির মধ্যে ১২টি ভোটকেন্দ্রের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়। এ সময় জাল ভোটে বাধা দেওয়ায় স্বতন্ত্র প্রার্থীর লোকজনকে মারধর করা হয়।
তিনি আরও বলেন, এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবুল আলমকে লিখিত অভিযোগ করেও কোনো সুফল পাননি।
এদিকে, এ আসনে তিনজন প্রার্থী থাকলেও শুধুমাত্র তরিকত ফেডারেশনের মহাসচিব লায়ন এম এ আওয়ালের এজেন্টদের দেখা গেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তোফাজ্জল হোসেন জানান, বিভিন্ন কেন্দ্র থেকে আটকদের রামগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। তবে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।
(দ্য রিপোর্ট/এমআর/এফএস/এমএআর/আরকে/জানুয়ারি ১৬, ২০১৪)