দ্য রিপোর্ট ডেস্ক : উয়েফার বর্ষসেরা দলে জায়গা হয়নি বার্সেলোনার ফরোয়ার্ড লিওনেল মেসির। তাকে বাদ দিয়েই ২০১৩’র বর্ষসেরা দল ঘোষণা করেছে উয়েফা কর্তৃপক্ষ।

২৬ বছর বয়সী মেসি একাদশে অন্তর্ভুক্ত না হলেও জায়গা পেয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের উইঙ্গার ক্রিশ্চিয়ানো রোনালদো। এ নিয়ে টানা ৭ বার স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন পর্তুগাল অধিনায়ক।

একাদশের ফুটবলারদের মধ্যে ৫ জন জার্মানির বুন্ডেসলিগার, ৩ জন স্পেনের লা লিগার, একজন লিগ ওয়ানের ও সমান সংখ্যক ফুটবলার রয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে।

উয়েফা বর্ষসেরা দল : ম্যানুয়েল ন্যয়ার (বায়ার্ন মিউনিখ), সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ), থিয়াগো সিলভা (প্যারিস সেন্ট-জারমেইঁ), ফিলিপ লাম্ব (বায়ার্ন মিউনিখ), ডেভিড আলবা (বায়ার্ন মিউনিখ), ফ্রাঙ্ক রিবেরি (বায়ার্ন মিউনিখ), মার্কাস রেউস (বরুসিয়া ডর্টমুন্ড), মেসুত ওজিল (আর্সেনাল), গেরেথ বেলে (রিয়াল মাদ্রিদ), ক্রিশ্চিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ) ও জ্লাতান ইব্রাহিমোভিচ (প্যারিস সেন্ট-জারমেইঁ)।

(দ্য রিপোর্ট/সিজি/আরকে/জানুয়ারি ১৬, ২০১৪)