দ্য রিপোর্ট ডেস্ক : সিরিজের ‍তৃতীয় টেস্টের প্রথম দিনে সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কা। যদিও দিন শেষে অবিচ্ছিন্ন রয়েছে ষষ্ঠ জুটি। পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ে দিন শেষে ৫ উইকেট হারিয়ে ২২০ রান করেছে লঙ্কানরা।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। দলীয় ৬৫ রানের মধ্যেই ২ উইকেট হারিয়েছে তারা। সাজঘরে ফিরেছেন কুলশ সিলভা (১৭) ও দিমুখ করুনারত্নে (৩৪)।

তাদের বিদায়ের পর দলের হাল ধরেছেন সাবেক ২ অধিনায়ক কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে। ব্যক্তিগত ৫২ রানে জুনায়েদ খানের বলে আউট হয়েছেন সাঙ্গাকারা। আর জয়াবর্ধনেকে (৪৭) ক্যাচ আউট করেছেন সাঈদ আজমল।

দিন শেষে লঙ্কান দলের রানের চাকা সচল রেখেছেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস ও প্রসন্ন জয়াবর্ধনে। প্রসন্ন ২৮ ও ম্যাথুস ২৪ রানে ক্রিজে রয়েছেন। এই জুটির (ষষ্ঠ জুটি) আগে দিনের শেষ উইকেট শিকার করেছেন আজমল। তার বলে আউট হয়েছেন দিনেশ চান্দিমাল (১১)।

সংক্ষপ্ত স্কোর :

শ্রীলঙ্কা প্রথম ইনিংস : ২২০/৫ (সাঙ্গাকারা ৫২, জয়াবর্ধনে ৪৭, প্রসন্ন ২৮*; আজমল ২/৬২)

(দ্য রিপোর্ট/সিজি/আরকে/জানুয়ারি ১৬, ২০১৪)