সাতক্ষীরা সংবাদদাতা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০ জানুয়ারি সাতক্ষীরায় আসছেন। তার আগমন উপলক্ষে জেলা আওয়ামী লীগের এক প্রস্তুতি সভা বৃহস্পতিবার জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী শেখ মুজিবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সংসদ সদস্য জগলুল হায়দার, জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবু আহমেদ প্রমুখ।

এ ব্যাপারে অধ্যাপক আবু আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামায়াত-শিবিরের হাতে নিহত ছাত্রলীগ নেতা, সিটি কলেজের প্রভাষক এবিএম মামুন হোসেন, জামায়াত-শিবিরের সহিংসতার শিকার নির্যাতিত পরিবারের সঙ্গে কথা বলবেন।

তিনি বলেন, এ ছাড়া ওই দিন বেলা আড়াইটায় সাতক্ষীরা সরকারি হাইস্কুল মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় বক্তব্য দেবেন।

সাতক্ষীরা জেলা প্রশাসক মো. নাজমুল আহসান বলেন, প্রধানমন্ত্রীর সাতক্ষীরায় সফরকে ঘিরে ইতোমধ্যে প্রশাসনিক সব ধরনের প্রস্তুতি শুরু হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে কয়েক দফা বৈঠক করা হয়েছে। চুড়ান্ত কর্মসূচি দু’একদিনের মধ্যে ঠিক করা হবে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/এমআর/এসবি/আরকে/জানুয়ারি ১৬, ২০১৪)