দ্য রিপোর্ট প্রতিবেদক : টোয়েন্টি২০ বিশ্বকাপ হবে মার্চ-এপ্রিলে। প্রতিযোগিতার জন্য বৃহস্পতিবার ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

স্কোয়াডে নেই আবুল হাসান রাজু। ইনজুরির জন্য তাকে দলের বাইরে রাখা হয়েছে। অথচ ১০ নম্বরে ব্যাটিং করতে নেমে ইতিহাস গড়া এই ক্রিকেটার ২০১২ সালের টোয়েন্টি২০ বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডেও জায়গা করে নিয়েছিলেন ।

প্রাথমিক স্কোয়াড : মুশফিকুর রহিম, মাহমুউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সোহাগ গাজী, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, নাসির হোসেন, ইলিয়াস সানি, জিয়াউর রহমান, মাশরাফি বিন মর্তুজা, জহুরুল ইসলাম অমি, শফিউল ইসলাম, আব্দুর রাজ্জাক, ইমরুল কায়েস, আল আমিন, মমিনুল হক, শামসুর রহমান, মুক্তার আলী, রুবেল হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, নাজমুল হোসেন, জুনায়েদ সিদ্দিকী, আরাফাত সানি, মো. মিঠুন, আলাউদ্দিন বাবু, শুভাশিষ রায়, সৌম্য সরকার, তাইজুল ইসলাম ও ফরহাদ রেজা।

(দ্য রিপোর্ট/এমএ/সিজি/এনআই/আরকে/জানুয়ারি ১৬, ২০১৪)