পাকিস্তানের নারী সাংবাদিকের সঙ্গে শশীর প্রেম!
কলকাতা প্রতিনিধি : ভারতের সাবেক মন্ত্রী শশী থারুর বিরুদ্ধে পাকিস্তানের এক নারী সাংবাদিকের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগ করেছেন তার স্ত্রী। শশীর স্ত্রী সুনন্দা পুষ্করের অভিযোগ, পাকিস্তানী নারী সাংবাদিক মেহের তারার সাঙ্গে টুইটে প্রেম বিনিময় করেছেন তার স্বামী।
মেহের তারার নামে ওই নারী সাংবাদিককে আইএসআই’র এজেন্ট বলেও দাবি করেছেন সুনন্দা। মেহেরকে সুনন্দা বৃহস্পতিবার সকালে এক টুইট বার্তায় জানান, তিনি যেন তার স্বামীর কাছ থেকে দূরে থাকেন।
এর আগে সুনন্দা জানিয়েছিলেন, সকলকে শশীর প্রেম কাহিনী জানিয়ে দিতে তার অ্যাকাউন্টে লগ ইন করে মেহেরকে তিনি কিছু মেসেজ পোস্ট করেন। কিন্তু বৃহস্পতিবার সকালে শশীর অ্যাকাউন্ট থেকে লগ ইন করার কথা অস্বীকার করেন সুনন্দা। এ সময় এক টুইট বার্তায় তাদের সম্পর্ক ভাল বলেও জানান তিনি।
তিনি বলেন, তার ও শশীর টুইটার অ্যাকাউন্ট ঠিকমত কাজ করছে না। এ ছাড়া একটি অনুষ্ঠানে শশী থারুরকে দেখে মেহের তার প্রেমে পড়েন বলেও জানান সুনন্দা।
প্রসঙ্গত, বুধবার সন্ধ্যায় শশী থারুর ও মেহের তারারের একাধিক টুইটবার্তা প্রকাশ হয়।
(দ্য রিপোর্ট/এসএম/এসকে/ এনআই/জানুয়ারি ১৬, ২০১৪)