যশোর-৫ আসনে বিদ্রোহী প্রার্থী স্বপন জয়ী
যশোর সংবাদদাতা : যশোর- ৫ (মনিরামপুর) আসনে তিনবারের এমপিকে পরাজিত করে ২০ হাজার ৬ ভোটে বিজয়ী হয়েছেন বিদ্রোহী প্রার্থী স্বপন কুমার ভট্টাচার্য্য।
স্বপন কুমারের প্রাপ্ত ভোট ৭৮ হাজার ৪২৪। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট খান টিপু সুলতান পেয়েছেন ৫৮ হাজার ৪১৮ ভোট।
মূলত এ আসনের বিএনপি ও জামায়াত-শিবির নেতাকর্মীদের ভোট বিপ্লবের কারণে তিনবারের সংসদ সদস্য পরাজিত হয়েছেন।
এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৬ হাজার ৪৯৬। মোট ভোটকেন্দ্র ১২২টি। এর মধ্যে ৫ জানুয়ারি ৬২টি কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ওইদিন আওয়ামী লীগের প্রার্থী খান টিপু সুলতান ৩০ হাজার ৫৩১ ভোট পান। আর স্বপন ভট্টাচার্য্য পান ১৮ হাজার ৩৩১ ভোট।
সহিংসতার কারণে স্থগিত ৬০টি কেন্দ্রে বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ঘোষিত ৬০ কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট খান টিপু সুলতান পেয়েছেন ২৭ হাজার ৮৮৭ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী স্বপন ভট্টচার্য্য কলস প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ৯৩ ভোট।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোস্তাফিজুর রহমান জানান, নির্বাচনে প্রায় ৫৮ শতাংশ ভোট পড়েছে।
উল্লেখ্য, স্বপন ভট্টাচার্য্য যশোর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।
নির্বাচনে অংশ নেওয়ায় তিনি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। এ ছাড়া ১৪ জানুয়ারি প্রার্থী হওয়ায় স্বপন ভট্টাচার্য্যকে বহিষ্কার করে জেলা আওয়ামী লীগ।
(দ্য রিপোর্ট/জেএম/এমএআর/ এনআই/জানুয়ারি ১৬, ২০১৪)