কলকাতা আন্তর্জাতিক বইমেলার অন্যতম আকর্ষণ মমতা!
কলকাতা প্রতিনিধি : ৩৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অন্যতম আকর্ষণ হিসেবে থাকছেন সাহিত্যিক মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের বইমেলায় মমতার বই বের করছে কলকাতার দে’জ পাবলিশার্স।
একই সংকলনে পাওয়া যাবে মমতার কবিতা ও প্রবন্ধ। এ ছাড়া মমতার একটি নতুন কবিতার বই প্রকাশ পাবে। প্রকাশক সূত্রে জানা গেছে, ওই বইয়ে ৫০টির মতো কবিতা থাকবে। সমসাময়িক রাজনীতি নিয়ে মমতা পকেট কোটেশন লিখেছেন। এই পকেট কোটেশন নিয়ে ইতোমধ্যেই পাঠকদের মধ্যে বেশ কৌতূহলের সৃষ্টি হয়েছে।
দে’জ-এর কর্ণধার সুধাংশু দে জানিয়েছেন, একমাত্র ‘সেরা মমতা’ ছাড়া অন্য কোনো বইয়ের নাম এখনও ঠিক হয়নি। এমনকি প্রচ্ছদও চূড়ান্ত হয়নি।
এবারই প্রথম নয়, ১৯৯৫ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ ঘটে ‘উপলব্ধি’র মাধ্যমে। গত উনিশ বছরে ইংরেজি-বাংলা মিলিয়ে মোট ৪০টি বই লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা।
প্রসঙ্গত, আগামী ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত এ মেলা চলবে।
(দ্য রিপোর্ট/এসএম/এসকে/ এনআই/জানুয়ারি ১৬, ২০১৪)