জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বাংলাদেশ

দিরিপোর্ট২৪ ডেস্ক : বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। বিশ্ব জলবায়ু ঝুঁকি পর্যালোচনাকারী সংস্থা ম্যাপলক্রফটের গবেষণায় এ আতঙ্কজনক তথ্য প্রকাশ পেয়েছে।
জলবায়ু পরিবর্তন নিয়ে সংবাদ প্রকাশ করা ‘আরটিসিসি’ ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের মধ্যে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ।
প্রতিবেদনে বলা হয়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ায় বাংলাদেশে ঝড়সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ বাড়বে। এ কারণে প্রচ্ছন্ন হুমকিতে রয়েছে রাজধানী ঢাকাসহ প্রতিবেশি ভারতের কলকাতা ও মুম্বাই, ফিলিপাইনের ম্যানিলা ও থাইল্যান্ডের ব্যাংকক শহর।
সংস্থাটির জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ঝুঁকি সতর্কতা নামক প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধি মোকাবিলায় ৪৪ ট্রিলিয়ন ডলার প্রয়োজন।
ম্যাপলক্রফটের রেটিং তিনটি বিষয়ের উপর তথ্য নিয়ে করা হয়- ঐ অঞ্চলে ইতোমধ্যে মোকাবিলা করা ঝুঁকির মাত্রা, জনসংখ্যার ওপর এর প্রভাব ও খাপ খাওয়ানোর সামর্থ্য।
বাংলাদেশের এই উচ্চ ঝুঁকির মাত্রার খবরে অনেক বিশ্লেষকই অবাক হননি। তারা জানান, বিষয়টি নিয়ে বাংলাদেশের সরকার ইতোমধ্যে বিশ্বনেতাদের সতর্ক করেছে।
গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাৎসরিক ৩৫ কোটি মার্কিন ডলার বরাদ্দ দিয়েছেন।
বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের কারণে চীন ও ভারতকেও কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হবে বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।
(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/অক্টোবর ৩০, ২০১৩)