দ্বিতীয় পর্যায়ে ‘রিভারস অব দ্যা ওয়ার্ল্ড’ প্রদর্শনীর উদ্বোধন
দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ ও যুক্তরাজ্যসহ বিশ্বের ২০টি দেশের শিক্ষার্থীদের নিজ নিজ দেশের একটি নদীকে কেন্দ্র করে আঁকা শিল্পকর্ম নিয়ে দ্বিতীয় পর্যায়ে আয়োজিত ‘রিভার অব দ্যা ওয়ার্ল্ড’ প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। দ্য হংকং সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি), বাংলাদেশ ও ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এর সহযোগিতায় এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
ঢাকা আর্ট সেন্টারে বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রদর্শনীর উদ্বোধন করেন পার্টনারশিপ অ্যান্ড প্রোগ্রামস অব ব্রিটিশ কাউন্সিল এর পরিচালক রবিন ডেবিস। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন, এইচএসবিসির বাংলাদেশ শাখার প্রধান নির্বাহী কর্মকর্তা এন্ড্রু টিল্ক, ‘রিভারস অব দ্যা ওয়ার্ল্ড’ কার্যক্রমের পরামর্শক কার্টুনিস্ট আহসান হাবীব এবং এ কার্যক্রমের তত্ত্বাবধায়ক সৈয়দ রাশেদ ইমাম তন্ময়সহ সম্পৃক্ত অন্যান্যরা।
সংবাদ সম্মেলন শেষে ধানমন্ডীর রবীন্দ্র সরোবরে শিল্পকর্ম প্রদর্শনীতে প্রধান আতিথি হিসেবে যোগ দেন অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ। এ সময় আরও উপস্থিত ছিলেন সাহিত্যিক ও দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক।
প্রধান আতিথির বক্তব্যে অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ বলেন, ‘নদী আমাদের মায়ের মতো। নদী বাঁচলে আমরা বাঁচবো। জল দূষণের কারণে আমাদের অনেক কষ্ট হয়, অনেকের মৃত্যু হয়। তাই সুন্দরভাবে বাঁচতে হলে আমাদের নদীকে বাঁচিয়ে রাখতে হবে।’
‘রিভারস অব দ্যা ওয়ার্ল্ড’ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্তদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের সবাইকে পরিবেশ দূষণের হাত থেকে এ বিশ্বকে রক্ষা করতে হবে। এ কার্যক্রমের মাধ্যমে সবার মধ্যে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে।’
‘একে অপরকে জানা’ এ কার্যক্রমের মূল উদ্দেশ্য জানিয়ে পার্টনারশিপ অ্যান্ড প্রোগ্রামস অব ব্রিটিশ কাউন্সিল এর পরিচালক রবিন ডেবিস বলেন, ‘এ কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের সিলেট অঞ্চলের শিক্ষার্থীদের সুরমা নদীকে নিয়ে আঁকা শিল্পকর্ম লন্ডনে প্রদর্শিত হয়েছে। লন্ডনের টেমস নদীকে নিয়ে ব্রিটিশ শিক্ষার্থীদের আঁকা শিল্পকর্মও প্রদর্শিত হয়েছে। এ দুটি দেশের শিক্ষার্থীরা উভয় দেশ ভ্রমণের মাধ্যমে পরস্পরকে চিনেছে, জেনেছে এবং একে অপরের কাছে নিজেদের সংস্কৃতি বিনিময় করার সুযোগ পেয়েছে।’
এক প্রশ্নের জবাবে তিনি দ্য রিপোর্টকে জানান, ‘ভবিষ্যতে সিলেট ছাড়াও বাংলাদেশের অন্যান্য অঞ্চলে এ কার্যক্রম বিস্তৃত হবে।’
ভবিষ্যতেও এ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকব- জানিয়ে এইচএসবিসির বাংলাদেশ শাখার প্রধান নির্বাহী কর্মকর্তা এন্ড্রু টিল্ক বলেন, ‘এইচএসবিসি ব্যাংকিং কার্যক্রমের বাইরেও নানা ধরনের সামাজিক সচেতনতা ও শিক্ষামূলক কাজ করে থাকে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।’
শিল্পকর্ম প্রদর্শনীর এ অনুষ্ঠানে ধন্যবাদ বক্তব্য রাখেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন, কার্টুনিস্ট আহসান হাবীব, কার্যক্রমের তত্ত্বাবধায়ক সৈয়দ রাশেদ ইমাম তন্ময় ও তামান্না তাজনীন।
ঢাকা আর্ট সেন্টার ও রবীন্দ্র সরোবরে এ আয়োজন ১৯ জানুয়ারি পর্যন্ত চলবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
(দ্য রিপোর্ট/এসআর/এমএআর/জানুয়ারি ১৬, ২০১৪)