দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) প্রতিদিন সারা বিশ্ব থেকে ২০০ মিলিয়ন টেক্সট মেসেজ সংগ্রহ ও জমা রাখে। এনএসএ এই বিপুল সংখ্যক এসএমএস গোয়ান্দাবৃত্তির জন্য তথ্য সংগ্রহ করার কাজে ব্যবহার করে বলে দ্য গার্ডিয়ান ও চ্যানেল ৪ এর প্রতিবেদনে বলা হয়েছে। খবর বিবিসির।

প্রতিবেদনটি তৈরি করা হয়েছে মূলত যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার কর্মী এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা তথ্যের ওপর ভিত্তি করে।

এ দিকে এনএসএ তাদের এই এসএমএস সংগ্রহ ও জমা রাখার বিষয়টিকে ‘আইনগতভাবে এসএমএস তথ্য সংগ্রহ’ বলেছে।

(দ্য রিপোর্ট/ এমডি/এএল/জানুয়ারি ১৭, ২০১৪)