সুনামগঞ্জে বিএনপি কর্মীসহ গ্রেফতার ৮
সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মো. মসিউর (২৫) নামে বিএনপির এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। কান্দাপাড়া গ্রাম থেকে তাকে শুক্রবার সকালে গ্রেফতার করা হয়। সে উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাখরপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে।
ধর্মপাশা থানার সাব ইন্সপেক্টর (এসআই) আবুল মনসুর মির্জা দ্য রিপোর্টকে জানান, পুলিশ অ্যাসল্ট মামলায় তাকে গ্রেফতার করা হয়।
ধর্মপাশা ব্রিজ এলাকায় ১৫ জানুয়ারি দুপুর ২টার দিকে বিএনপি-আওয়ামী লীগ ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় বিএনপির ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে একটি অ্যাসল্ট মামলা করা হয়েছে।
মামলায় প্রধান আসামি হলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডা. রফিক চৌধুরী। ধর্মপাশা থানার এসআই মকবুলুর রহমান বাদি হয়ে বুধবার রাত পৌনে ১২টায় এ মামলাটি দায়ের করেন। (মামলা নং- ০৮. ১৫/০১/১৪ ইং)।
এ দিকে জগন্নাথপুর, দিরাই ও জামালগঞ্জ উপজেলায় বিভিন্ন মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ৭ আসামিকে শুক্রবার সকালে গ্রেফতার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান তাদের আদালতে সোপর্দ করা হবে।
(দ্য রিপোর্ট/আরএআর/এমএইচও/এএল/জানুয়ারি ১৭, ২০১৪)