মুন্সীগঞ্জে ডাকাতদের হামলায় ৪ লঞ্চযাত্রী নিখোঁজ

মুন্সীগঞ্জ সংবাদদাতা : মুন্সীগঞ্জে যাত্রীবাহী লঞ্চে ডাকাতদের হামলায় ৪ যাত্রী নিখোঁজ হয়েছেন। মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জের সীমান্তবর্তী শীতলক্ষ্যা নদীতে বৃহস্পতিবার সন্ধ্যায় এমভি রিগান নামের লঞ্চে ডাকাতির ঘটনা ঘটে। লঞ্চটিতে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত এক ঘণ্টা সময় ধরে যাত্রীদের সর্বস্ব লুটে নেয় ডাকাতরা। এ সময় ২৫ যাত্রী আহত হন। এ ঘটনায় ৪ যাত্রী নিখোঁজ হন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার পর থেকে শুক্রবার সকাল পর্যন্ত নিখোঁজ যাত্রীদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
এদের মধ্যে লঞ্চের কেরানি মোবারক হোসেন, মুন্সীগঞ্জ শহরের মালাপাড়া এলাকার অ্যাডভোকেট সুমন চন্দ্র দাসের পরিচয় পাওয়া গেছে। অপর দুই যাত্রীর নাম পরিচয় এখনও জানা যায়নি।
যাত্রীবাহী লঞ্চে ডাকাতদের হামলায় ৪ যাত্রী নিখোঁজ হওয়ার খবর পেয়ে তাদের সন্ধানে বৃহস্পতিবার রাত ১১টা তল্লাশি শুরু হয়। এ সময় কোস্টগার্ড পাগলা ক্যাম্পের একটি টিম স্পিডবোট নিয়ে শীতলক্ষ্যা নদীতে তল্লাশি শুরু করলেও এখন পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি বলে জানা গেছে।
(দ্য রিপোর্ট/এমএস/এফএস/এমডি/শাহ/জানুয়ারি ১৭, ২০১৪)