সিলেট অফিস : সিলেটে পৃথক অভিযানে ৩ শিবির ক্যাডারসহ ১৩ জনকে আটক করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে ১টি পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ।

এসএমপির ৬ থানা পুলিশ শুক্রবার ভোরে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আয়ুব দ্য রিপোর্টকে বলেন, আটক শিবির ক্যাডার ফখরুল, মোজাহিদ ও সাদেক পুলিশের তালিকাভূক্ত আসামি। এ ছাড়া ওই শিবির ক্যাডাররা পুলিশের এএসআই কামাল হোসেনের ওপর হামলা মামলার পলাতক আসামিও বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/এমজে/এফএস/ এমডি/এএল/জানুয়ারি ১৭, ২০১৪)