চাঁদপুর সংবাদদাতা : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৪নং কালোচোঁ ইউনিয়নের মাড়ামুড়া গ্রামে খালেক মিজির বাড়ির ৮টি ঘর আগুনে পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত ১টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আগুন নেভাতে গিয়ে স্থানীয় নজরুল মজুমদার নামের একজন আহত হন।

পুড়ে যাওয়া ঘরগুলো হলো- মিজিবাড়ির মৃত সিদ্দিকুর রহমানের ছেলে জাহাঙ্গীর মিজি ও মিল্লাত মিজির ২টি বসতঘর ও ২টি রান্নাঘর। একই বাড়ির মৃত আবুল কালামের ছেলে বাবুল মিজি ও নজরুল মিজির ২টি বসতঘর ও ১টি রান্নাঘরসহ লতিফ মিজির একটি বসতঘর।

খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ শামছুল আলম ও দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ক্ষতিগ্রস্ত জাহাঙ্গীরের স্ত্রী শেলী আকতার দ্য রিপোর্টকে জানান, বৃহস্পতিবার রাতে তাদের ঘরে প্রথম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে পার্শ্ববর্তী ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে দুই পরিবারের প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/এমবি/এমএইচও/এমডি/শাহ/জানুয়ারি ১৭, ২০১৪)