চাঁপাইনবাবগঞ্জে মৃতদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ভাপাপাড়া এলাকা থেকে শুক্রবার সকালে ময়েজ উদ্দীন (৫১) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ময়েজ উদ্দীন (৫১) সদর উপজেলার মহারাজপুর গ্রামের মৃত আফতাব উদ্দীনের ছেলে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দ্য রিপোর্টকে জানান, ময়েজ উদ্দীনের মরদেহ ভাপাপাড়ায় হরিনগর উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কের পাশে একটি নালায় পড়েছিল। স্থানীয় লোকজন মরদেহটি দেখে পুলিশকে খবর দেয়। পরে সকাল সাড়ে ৯ টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহতের পরিবার জানিয়েছে, ময়েজ উদ্দীন মানসিক ভারসাম্যহীন ছিলেন।
(দ্য রিপোর্ট/এআরএন/এমএইচও/এমডি/আরকে/জানুয়ারি ১৭, ২০১৪)