সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরায় নির্বাচনোত্তর সহিংসতায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্ট ইউনিটের ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তন প্রাঙ্গণে শুক্রবার সকাল ১১টায় ক্ষতিগ্রস্ত ৯৮টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

সামগ্রীর মধ্যে রয়েছে ২০ কেজি চাল, ৫ কেজি ডাল, ২ লিটার তেল, ৫ কেজি আলু, ২টি করে শাড়ী, লুঙ্গী, কম্বল এবং ৬ কেজি চিনি, সুজি, লবণ, ৪টি সাবানসহ বিভিন্ন গৃহস্থলিসামগ্রী।

সাতক্ষীরা সদর- ২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক শেখ নুরুল হক, সাইফুল করিম সাবু, তৌহিদুর রহমান ডাবলু প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এমআর/এফএস/এমএআর/আরকে/জানুয়ারি ১৭, ২০১৪)