‘বিএনপি এখন কূটনীতি নির্ভর’
সাভার সংবাদদাতা : বিএনপি নির্বাচনের ট্রেন মিস করে এখন কূটনৈতিকদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে বলে মন্তব্য করলেন যোগযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
আশুলিয়ায় শুক্রবার বেলা ১১টার দিকে আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শনে এসে মন্ত্রী আরও বলেন, দেশি-বিদেশি কোনো চাপের কাছে সরকার নতি স্বীকার করবে না, দেশের জনগণের চাহিদা ও বাস্তবতার নিরিখেই ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, একমাত্র দেশের রাজনৈতিক দলগুলোর সমঝোতার মাধ্যমেই সুন্দর পরিবেশ আনা সম্ভব।
ওবায়দুল কাদের বলেন, একটু দেরিতে হলেও বিএনপি’র নেত্রীর বেগম খালেদা জিয়ার ধ্বংসাত্মক রাজনীতি পরিহার করে শান্তিপূর্ণ কর্মসূচিতে ফিরে আসার বোধোদয় হওয়ায় তাকে ধন্যবাদ জানাই।
এ সময় মন্ত্রী চলতি বছরের মধ্যেই বাইপাইল স্ট্যান্ডে একটি ফুট ওভারব্রীজ ও আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কের ১৯ কিলোমিটার সড়কে চার লেনের উন্নিতের কাজ শুরু করবেন বলে জানান।
এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সাভার-আশুলিয়ার স্থানীয় সাংসদ ডা. এনামুর রহমান, ঢাকা সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সাহাবুদ্দিন খান, নির্বাহী প্রকৌশলী ঢাকা মো. আহসান উদ্দিন আহমেদ, নির্বাহী প্রকৌশলী মানিকগঞ্জ সড়ক বিভাগ মো. সবুজ উদ্দিন খান প্রমুখ।
(দ্য রিপোর্ট/এনএইচ/এসবি/আরকে/জানুয়ারি ১৭, ২০১৪)