জামিনে মুক্ত অধ্যাপিকা সেলিমা রহমান
গাজীপুর সংবাদদাতা : বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী সেলিমা রহমান জামিনে মুক্তি পেয়েছেন। গাজীপুরের কাশিমপুরস্থ মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে তিনি মুক্তি পান।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার মো. আমজাদ হোসেন ডন সংবাদের সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, জামিনের কাগজপত্র যাচাইবাছাই শেষে শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়। এ সময় জেলগেটে তার স্বামী ও স্বজনরা উপস্থিত ছিলেন।
রমনা জোনের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে ককটেল বিস্ফোরণের মামলায় তাকে ৪ জানুয়ারি আটক করা হয়। পরে বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন।
(দ্য রিপোর্ট/এমএএফ/এমএইচও/আরকে/জানুয়ারি ১৭, ২০১৪)