সাপ্তাহিক গেইনারে প্রগতি লাইফ
দ্য রিপোর্ট প্রতিবেদক : লেনদেন হওয়া ৪ কার্যদিবসের মধ্যে ৩ কার্যদিবস শেয়ার দর বাড়ায় সাপ্তাহিক দর বাড়ার শীর্ষ-১০ কোম্পানির তালিকার প্রথম স্থানে উঠে এসেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে এ কোম্পানির শেয়ার দর ২৮.৬৭ শতাংশ বেড়েছে।
গত সপ্তাহের ৪ কার্যদিবসে এ কোম্পানির মোট ১৪ কোটি ২৩ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গড়ে প্রতি কার্যদিবসে হয়েছে ৩ কোটি ৫৫ লাখ ৭৮ হাজার টাকা। বৃস্পতিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর ১৯৮.৮ টাকায় অবস্থান করছে।
লেনদেন হওয়া ৪ কার্যদিবসের মধ্যে কোম্পানিটি ৩ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বাড়ার শীর্ষ-১০ কোম্পানির (টপটেন গেইনার) তালিকায় স্থান পায়। তবে সর্বশেষ কার্যদিবস বৃহস্পতিবার এ শেয়ারের দর আগের দিনের চেয়ে ২.২ টাকা বা ১.১২ শতাংশ কমেছে।
২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এ কোম্পানির মোট ৯৮ লাখ ৭৮ হাজার ৪০০টি শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে ৪১.৩২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৯.৭৫ শতাংশ ও বাকি ২৮.৯৩ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।
(দ্য রিপোর্ট/আরএ/ডব্লিউএন/আরকে/জানুয়ারি ১৭, ২০১৪)