সাপ্তাহিক লুজারে আরামিট সিমেন্ট
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাইট শেয়ার সংক্রান্ত রেকর্ড ডেট পরবর্তী থিউরিটিক্যাল এডজাস্টমেন্টের কারণে শেয়ার দর কমেছে সিমেন্ট খাতের আরামিট সিমেন্টের। এর ফলে কোম্পানিটি সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে স্থান পায়। এ কোম্পানির রাইট শেয়ারের রেকর্ড ডেট ছিল ৯ জানুয়ারি।
সপ্তাহজুড়ে এ কোম্পানির শেয়ার দর ৩০.৭১ শতাংশ কমেছে। বৃহস্পতিবার লেনদেন শেষে এ শেয়ারের দর ৬৩.৪ টাকায় অবস্থান করছে।
গত সপ্তাহের ৪ কার্যদিবসে কোম্পানিটির মোট ১০ কোটি ৩৬ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গড়ে প্রতি কার্যদিবসে হয়েছে ২ কোটি ৫৯ লাখ ৩ হাজার টাকা।
‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির মোট ১ কোটি ৬৯ লাখ ৪০ হাজার শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে ৪২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৪.৭৫ শতাংশ ও বাকি ৩২.৩৯ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
উল্লেখ্য, ১৫ টাকা দরে (৫ টাকা প্রিমিয়ামসহ) ১টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি করে রাইট শেয়ার ছেড়ে টাকা উত্তোলনের অনুমোদন পায় আরামিট সিমেন্ট। যাতে করে ১ কোটি ৬৯ লাখ ৪০ হাজার শেয়ারের এ কোম্পানির শেয়ার সংখ্যা বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হবে।
(দ্য রিপোর্ট/আরএ/ডব্লিউএন/আরকে/জানুয়ারি ১৭, ২০১৪)