পাকিস্তানে তাবলীগ জামাতের ওপর বোমা হামলা, নিহত ১০
দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে তাবলীগ জামাতের ওপর বোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত ও ৬০ জন আহত হয়েছেন।
পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে বৃহস্পতিবার সন্ধ্যায় এ হামলায় ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের নামাজের কিছুক্ষণ আগে রাজধানীর পাজাগ্গি রোডে তাবলীগ জামাতের মারকাজে এ হামলার ঘটনা ঘটে। ওই মারকাজে অন্তত এক হাজার মানুষ উপস্থিত ছিল বলে প্রতিবেদনে জানা গেছে।
প্রাদেশিক স্বাস্থ্য মন্ত্রী শওকত ইউসুফজাই হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘি রাখার একটি পাত্রের মধ্যে বোমাটি রাখা ছিল বলে বোমা নিষ্ক্রিয় স্কোয়াডের কর্মকর্তা শাফকাত মালিক জানিয়েছেন। তিনি বলেন, ‘এই বিস্ফোরণে অন্তত পাঁচ কিলোগ্রাম বিস্ফোরক দ্রব্য ব্যবহৃত হয়েছে।’
তবে বোমাটি একটি স্লিপিংব্যাগের মধ্যে রাখা ছিল ও অন্য জায়গায় বিস্ফোরণ ঘটানোর উদ্দেশে আনা হয়েছিল বলে এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন।
ওই স্থান থেকে আরও দুইটি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। সূত্র: রয়টার্স।
(দ্য রিপোর্ট/কেএন/জেএম/আরকে/জানুয়ারি ১৭, ২০১৪)