দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের বহুল প্রচারিত ইংরেজি দৈনিক দ্য ডনের অনলাইন সংস্করণ ডন ডটকমের প্রধান সম্পাদক মুসাদিক সানওয়াল আর নেই। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুস ক্যান্সারে ভোগার পর শুক্রবার তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৫০ বছর।

বন্দরনগরী করাচির ইমামবারগাহ ইয়াসরাবে শুক্রবার স্থানীয় সময় পৌনে দুইটায় তার নামাজের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা। পিতৃভূমি মুলতানে শনিবার দুপুরে তাকে সমাহিত করা হবে।

সাংবাদিকতার প্রতি আত্মউৎসর্গ ও সঙ্গীতের প্রতি ভালোবাসার কারণে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। সূত্র: দ্য ডন।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/আরকে/জানুয়ারি ১৭, ২০১৪)