দ্য রিপোর্ট প্রতিবেদক : শ্রমজীবী মানুষের ওপর শৃঙ্খল ও নিপীড়ন অব্যাহত আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান। তিনি বলেন, ক্ষমতার পালাবদল হচ্ছে কিন্তু শ্রমিকের ভাগ্য পরিবর্তন হচ্ছে না।

জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেল সাড়ে ৩টায় শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খালেকুজ্জামান বলেন, ‘শ্রম সংশোধনী আইন ২০১৩-এ মালিক শ্রেণীকে শ্রমিক ছাঁটাই করার অবাধ সুযোগ দেওয়া হয়েছে। শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার হরণ করে সমাজে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়।’

তিনি অগণতান্ত্রিক শ্রমআইন বাতিল করে গণতান্ত্রিক শ্রমআইন প্রবর্তনের আন্দোলন শক্তিশালী করার আহ্বান জানান।

খালেকুজ্জামান আরও বলেন, বাঁচার মতো মজুরি নির্ধারণ করতে সকল মহলের দাবি ছিল ন্যূনতম ৮০০০ টাকা। গার্মেন্টস শ্রমিকদের জন্য ৫৩০০ টাকা মজুরি পরাধীন আমলের চাইতেও কম এবং শ্রমিকদের সঙ্গে প্রতারণার সামিল উল্লেখ করে তিনি মজুরি পুনর্নির্ধারণ, আর্মি রেটে রেশন ও বাসস্থানের ব্যবস্থা করার দাবি করেন।

সমাবেশের পর একটি লাল পতাকা মিছিল পল্টন, গুলিস্তান হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শ্রমিক নেতা জাহেদুল হক মিলুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, শ্রমিক নেতা ওসমান আলী, আব্দুর রাজ্জাক, আহসান হাবীব বুলবুল, ইমাম হোসেন খোকন, জুলফিকার আলী, খালেকুজ্জামান লিপন ও সেলিম মাহমুদ।

(দ্য রিপোর্ট/এসএ/জেএম/আরকে/ জানুয়ারি ১৭, ২০১৪)