পঞ্চগড়ে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৫
পঞ্চগড় সংবাদদাতা : পঞ্চগড়ের বোদা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে ফজলুর রহমান (৫৫) নামে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। বোদার ময়দান দীঘি ইউনিয়নের কাদেরপুর গ্রামে শুক্রবার দুপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, চাচা-ভাতিজার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিলো দীর্ঘদিন ধরে। বিরোধের একপর্যায়ে শুক্রবার দুপুরে ফজলুর রহমান বিরোধীয় এগার শতক জমিতে চাষ করতে গেলে প্রতিপক্ষ আশরাফুল দলবল নিয়ে বাঁধা দেয়। উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে ঘটনাস্থলে চাচা ফজলুর রহমান নিহত হন। এ সময় ফজলুরের ছেলে আফাজুলসহ গুরুতর আহত পাঁচজনকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বোদা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করেন। বোদা থানা অফিসার ইনচার্জ আক্তার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ থানায় নিয়ে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
(দ্য রিপোর্ট/এলআর/এইচএসএম/আরকে/জানুয়ারি ১৭, ২০১৪)