দ্য রিপোর্ট প্রতিবেদক : গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ৫ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থাকে বিপন্ন করা হয়েছে। এখন সরকারের উচিত সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি জাতীয় সংলাপের আয়োজন করা।

রাজধানীর আরামবাগের ইডেন কমপ্লেক্সে শুক্রবার দুপুরে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে স্থায়ী কমিটির সভায় সভাপতির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

বাংলাদেশের সংবিধানের প্রণেতা ড. কামাল হোসেন নির্বাচনকে প্রহসনের নির্বাচন বলে আখ্যায়িত করে বলেন, আমার এলাকায়ও ভোট হয় নাই। আমার ভোটও আমি দিতে পারিনি।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে যা করা হচ্ছে, তা প্রকারান্তরে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা হচ্ছে।

সভায় আরও বক্তব্য দেন গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু, মফিজুল ইসলাম খান কামাল, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ।

(দ্য রিপোর্ট/এসএ/এসবি/আরকে/জানুয়ারি ১৭, ২০১৪)